রিটার্ন পলিসি

সর্বশেষ হালনাগাদ: 1/14/2026

রিটার্ন নীতি
  • • ডেলিভারির সময় ডেলিভারিম্যানের উপস্থিতিতে প্রডাক্ট চেক করে নিবেন।
  • • আস্ত মাছ যদি যথেষ্ট ফ্রেশ না হয়, তাহলে সাথে সাথেই রিটার্ন করা যাবে।
  • • রেডি-টু-কুক প্রডাক্ট কোনো অবস্থাতেই রিটার্নযোগ্য নয়।
  • • ডেলিভারির পর কোনো সমস্যা হলে রিফান্ড/চেঞ্জ পেতে হলে প্রডাক্ট অবশিষ্ট অংশ ফেরত দিতে হবে।
  • • প্রডাক্ট ফেরত না দিলে কোনো রিফান্ড বা চেঞ্জ প্রযোজ্য হবে না।
  • • বিক্রয় পরবর্তী যেকোন সমস্যায় যোগাযোগ: 01815-668866
জরুরী নির্দেশিকা

কাঁচা মাছ/মাংস ডেলিভারি পাওয়ার পরই:

  • • দ্রুত কাটুন, ধুয়ে নিন এবং প্যাক করে ফ্রিজে রাখুন
  • • অথবা সাথে সাথে রান্না করে ফেলুন

বেশি সময় বাহিরে রাখলে কাঁচা মাছ/মাংসের গুণগতমান নষ্ট হয়ে যাওয়া, দুর্গন্ধ বা পচন ধরার সম্ভাবনা থাকে।